ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে শাকিবুল হাসান রাকিব (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। ২২ জুন বিকেল ৩টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকান্দা হরিণহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
সাকিবুল ইসলাম রাকিব ছনকান্দ হরিণহাটা গ্রামে আ. বারী মন্ডলের বড় ছেলে। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং মাস্টার্স থিথিস সেমিস্টারের শিক্ষার্থী ও শাহজালাল হল ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, দুপুরে মাছের ফিসারির পাড়ে আম গাছে উঠে ডাল কাটছিল রাকিবের ছোট ভাই মেহেদি হাসান রবিন। গাছের নিচে দাঁড়িয়ে ছিল রাকিব। পাশে কাজ করছিল তার বাবা আ. বারী মন্ডল।
পরে রাকিবকে ফিসারির পাড়ে ঘাস খেতে দেয়া গরু বাড়িতে আনতে পাঠায় বাবা। গরু আনতে গিয়ে ঝুলন্ত তারে মাথা লাগলে হাত দিয়ে ছাড়াতে গিয়ে তারে জড়িয়ে মৃত্যু হয় রাকিবের।
তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাকিবের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন