মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে ২০ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্র্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ২০ জন আটক করা হয়। ওই দিন রাতে আসামীদেরকে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণপতি রায়ের ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলো- জাবেদ মন্ডল (৩৮), জাহাঙ্গীর আলম (২৬), রাজ্জাক মন্ডল (৩৮), রেজওয়ান হোসেন (২২), আলমগীর হোসেন (৩৬), শামীম (২২), মিঠন মিয়া (৩০), মুকুল হোসেন (২২), কাওসার হোসেন (৩০), সাইফুল ইসলাম (২২), শ্রী বিপ্লব মাহাতো (২০),আব্দুর রহিম (১৮), শ্রী রনি মালি (২২), রাশেদুল ইসলাম (২৬), রাজু হোসেন (২৪), মিলন (৩৫), রাজু হোসেন (২৫), রাজীব হোসেন (১৮), সিমান্ত হোসেন (২৬) এবং আব্দুল মজিদ (২৮)। মাদকসেবীদেরকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে আসামীদের নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন