সাপাহার, নওগাঁ : নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্দুর লতিফুর রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ঘটিকায় উপজেলার পুরাতন সাপাহার ঈদগাহ মাঠে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল প্রায়ত বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শনে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আজিজুল হক,প্রবীণ রাজনৈতিক নেতা আলহাজ্ব আব্দুল আমীন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর লতিফুর রহমান বার্ধক্য জনিত কারণে গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী,২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর লতিফুর রহমান তৎতালিন সীমান্তরক্ষি বাহিনী (বিডি আর) এর অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.