নওগাঁর পোরশায় খাদ্য অধিদপ্তর এর সীল যুক্ত ১৮০বস্তা গম উদ্ধার করেছেন উপজেলা নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা। রাত আনুমানিক সাড়ে ৮টার সময় উপজেলার নিতপুর শীতলি গ্রামের একটি ফাঁকা গলি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি কাকড়া/ট্রাক্টরসহ ১৮০বস্তা গম উদ্ধার করে থানা পুলিশের হেফাজতে রাখেন তিনি।
নির্বাহি অফিসার নাজমুল হামিদ রেজা বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে আমরা জানতে পারি যে, কে বা কাহারা গোডাউনে গম ঢুকানোর জন্য একটি কাকড়া/ট্রাক্টর এ গম ভর্তি করছে। খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে গম বোঝায় একটি কাকড়া/ট্রাক্টর পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই।
আমরা আশপাশের কয়েকটি বাড়ি সার্চ করে দেখেছি কিন্তু কাউকে পাওয়া যায়নি। গাড়িটি থানায় নিয়ে গণনা করে দেখা যায় ১৮০বস্তা গম রয়েছে। সব গুলো বস্তাতেই খাদ্য অধিদপ্তর এর সীল মারা রয়েছে।
খাদ্য অধিদপ্তর এর সীল মারা বস্তা কোথায় পেলেন তারা?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার পর পরই আমরা আমাদের গোডাউন চেক করে দেখেছি। কোথাও কোন গড় মিল পাওয়া যায়নি। সে থেকেই ধারণা করা হচ্ছে বস্তা গুলো তারা খোলা বাজারে বা অন্যকোন ভাবে সংগ্রহ করেছে। এ ঘটনায় আমরা মামলা করার প্রমÍুতি নিচ্ছি বলেও জানান তিনি।
এদিকে অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, জব্দকৃত ১৮০বস্তা গম ও কাকড়া/ট্রাক্টর থানা পুলিশের হেফাজতে আছে। এজাহার পেলে নিয়োমানুযায়ী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
খাদ্য অধিদপ্তর এর সীল মারা বস্তা কোথায় পেলেন তারা?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার পর পরই আমরা আমাদের গোডাউন চেক করে দেখেছি। কোথাও কোন গড় মিল পাওয়া যায়নি। সে থেকেই ধারণা করা হচ্ছে বস্তা গুলো তারা খোলা বাজারে বা অন্যকোন ভাবে সংগ্রহ করেছে। এ ঘটনায় আমরা মামলা করার প্রমÍুতি নিচ্ছি বলেও জানান তিনি।
এদিকে অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, জব্দকৃত ১৮০বস্তা গম ও কাকড়া/ট্রাক্টর থানা পুলিশের হেফাজতে আছে। এজাহার পেলে নিয়োমানুযায়ী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন