নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন পালিত

নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের জন্য পিসিআর ল্যাব এবং আইসিইউ স্থাপনের দাবীতে মানব বন্ধন কর্মসুচী পালন করেছে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। শনিবার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি এ্যাড: ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এম,এম রাসেল, সংগঠনের সদস্য নাইচ পারভীন ও সুষমা সাথী চৌধূরী প্রমুখ। বক্তারা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী নওগাঁর ২৮ লাখ জনসংখ্যার কথা বিবেচনা করে তাদের সুচিকিতসা জন্য নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। করানা ভাইরাসের প্রাদুভাবে করোনা পরীক্ষার জন্য নওগাঁয় পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকায় এখানকার জনগনের করোনার নমুনা এবং রোগীকে নিবির পর্যবেক্ষনের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগে ৭-১০ দিন। ফলে এখানকার জনগনের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। তাই জনগনের সুচিকিতসা জন্য অনতিবিলম্বে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবী জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget