নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : আমের বাণিজ্যিক রাজধানী বর্তমানে আমের শহর নামে খ্যাত নওগাঁর সাপাহার উপজেলার বাসুলডাঙ্গা গ্রামে ৫ টি আমবাগানে রাতের অন্ধকারে কে বা কারা প্রায় ২ শতাধিক আমের গাছ কেটে ফেলেছে। ক্ষতিগ্রহস্থ্য চাষীরা হলেন, ওই গ্রামের প্রভাষক আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান, হাসান আলী, জামাল হোসেন এবং রাজ্জাক কাজী।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই এলাকায় রবিবার দিনগত রাতের কোন এক সময় প্রায় ২শতাধিক আম গাছ কেটে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। উপজেলায় একেরপর এক বাগানে প্রায় শত্রুতা করে আম গাছ কাটছে দুর্বৃত্তরা এখনি যদি তাদের কে কঠোর শাস্তি না দেওয়া হয় তাহলে উপজেলার কৃষকেরা আম চাষ থেকে মুখ ফিরিয়ে নিবে তাই উপজেলাবাসী দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবী জানিয়েছে।
ক্ষতিগ্রস্থ্য আম চাষীরা ধারণা করছে, গ্রামের চিহ্নিত কিছু চোর আছে। তারা প্রতিবছর গ্রামের আম বাগান গুলো আম ধরা অবস্থায় ১ বছরের জন্য কিনে থাকে। কারণ, ওই বাগানের সাথে লাগানো বাগানের আম চুরি করার জন্য এই বিষয়টি গ্রামের লোকজন জানতে পেরে এরকম মন মানসিকতার লোকদের কাছে এবছর বাগান দেয় নি। এতে তারা ক্ষিপ্ত হয়ে কাজটি করতে পারে বলে ধারনা গ্রামবাসীর। তাই তাদের দিকে সন্দেহের তীর গ্রামবাসী সহ আম চাষীদের। তারা ধারনা করছে এই কাজ তারা করতে পারে বা অন্য কেউ করতে পারে সেজন্য প্রশাসনের কাছে দুর্বৃত্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি সহ ক্ষতিগ্রস্থ চাষীদের প্রনোদনা দেওয়ার আহব্বান জানিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.