নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ভটভটি উল্টে অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি সামিউল আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নজিপুর-শিবপুর সড়কের সম্ভপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত সামিউল জেলার পত্নীতলা উপজেলার পেজাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী জানান, দুপুরে সামিউল অলিম্পিক কোম্পানির পণ্য নিয়ে শিবপুর মোড়ের বিভিন্ন দোকান পৌঁছে দিয়ে ভটভটি চড়ে নজিপুর ফিরছিলেন। পথে সম্ভপুর এলাকায় নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সামিউল। সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন