নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নির্মল রায় সুভাষ (৩৭) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে নীতপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে নিহত হওয়ার এই ঘটনা ঘটেছে।
পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিহত নির্মলের পরিচয় নিশ্চিত করে জানান, নির্মল একই উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে। ভারতে অবৈধ্য ভাবে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, এলাকার একদল গরু ব্যবসায়ী রবিবার রাতে ভারতে অবৈধ্যভাবে গরু কিনতে যান। আজ সোমবার ভোরে তারা গরু কিনে নিয়ে বাংলাদেশে ফেরার সময় নীতপুর সীমান্তের ২২৭ নং পিলারের থেকে ১ কিলোমিটার ভারতের মালদা জেলার অভ্যন্তরে আগ্রাবাদ-১৫৯ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থল ভারতের নিমতলায় নির্মল রায় সুভাষ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অন্যরা ফিরে আসতে সক্ষম হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৬ নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রবিবার রাতে চোরাইপথে ভারতীয় গরু আনতে বাংলাদেশী একদল গরু ব্যবসায়ী যান। গরু ব্যবসায়ীরা বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদার ১ কিলোমিটার অভ্যন্তরে বিএসএফের গুলিতে নির্মল রায় সুভাষ নিহত হয়েছেন। নিহতের মরদেহ ফিরিয়ে নিতে বিএসএফের সাথে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.