নওগাঁ’র বিশিষ্ট শিক্ষক হবিবর রহমানের ইন্তেকাল

নওগাঁ’র বিশিষ্ট শিক্ষক হবিবর রহমানের ইন্তেকাল

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র বিশিষ্ট শিক্ষক হবিবর রহমান ইন্তেকাল করেছেন(ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তিনি সোমবার রাত অনুমান ৩টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা বার্ধক্য রোগে ভুগছিলেন।

তিনি নওগাঁ জেলা ওয়ার্কার্স পাটির সাধারন সম্পাদক এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন এবং আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বকুলের পিতা।

হবিবর রহমান যথাক্রমে নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর উচ্চ বিদ্যালয় ও রানীনগর উপজেলার গহেলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সদর উপজেলার হাপানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং সবশেষে দীর্ঘদিন সদর উপজেলার বাচাড়ীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

শিক্ষকতা করাকালীন তিনি শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

সোমবার বাদ আছর নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং পরে গ্রামের বাড়ি সদর উপজেলার চকগোয়ালী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget