নওগাঁ জেলা প্রতিনিধি: করোনার সংক্রমনের করণে টানা ৬৭ দিন বন্ধ থাকার পর রাস্তায় ফিরেছে গণপরিবহন। সোমবার সকাল থেকে রাজধানী ঢাকা, রাজশাহী জয়পুরহাট ও বগুড়া সহ দেশের বিভিন্ন অভ্যন্তরিন সড়কে বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। তবে, তুলনামূলকভাবে যাত্রীদের চাপ কম। আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মালিক পক্ষ, চালক, সচেতন থাকলেও যাত্রীদের উদাসীন হতে দেখা গেছে। এদিকে, দীর্ঘ দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর বাসে যাত্রী কম হচ্ছে সিএনজি আটো চার্জার স্বাস্থ্যবিধি না মানার কারণে। সিএনজি যাত্রী ২সিটে ১জন নিবার কথা থাকলেও নেওয়া হচ্ছে ২/৩জন। এতে করে বাস মালিক গ্রুপের অভিযোগ দ্রুত স্বাস্থ্যবিধি মেনে সিএনজি আটো চার্জার চালানোর। অন্যথার তারা বাস চলাচল বন্ধ করার কথা জানান।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.