মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় মোটর বাইক চালক নয়ন রিসি (২১) নামে এক কলেজছাত্র মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আহত হয়েছে তার বন্ধু মোটর বাইক আরোহী সবুজ (২০)। গত বৃহস্পতিবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নয়ন উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকভোলাই গ্রামের সাহেব আলীর ছেলে। আহত সবুজ রামনগর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা ১২টার দিকে মোটর বাইকে করে দুই বন্ধু নয়ন এবং সবুজ উপজেলার ফেরিঘাট এলাকা থেকে দেলুয়াবাড়ির দিকে যাচ্ছিল। পথে উল্লেখিতস্থানে পৌঁছলে রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ঘাতক পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই নয়ন নিহত হয়। আহত সবুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন জানান, লাশ ও ঘাতক পিকআপটি থানা হেফাজতে নেয়া হলেও চালক পালিয়েছে। ঘটনায় আইনি ব্যবস্থা নিতে চাইলেও নিহতের পরিবার বাদি হয়ে কোন মামলা না করায় লাশ ময়না তদন্ত করা হয়নি। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন