আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় ২ দিন ব্যাপি ফেলোশিপ ফর ইয়ুথ এন্ড ইয়ুথ উইমেন ইন কমিউনিটি মিডিয়া এন্ড জার্নালিজম এর অনলাইন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন বিএনএন আরসির কারিগরী সহায়তায় ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় ১৫ ও ১৬ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কমিউনিটি বরেন্দ্র রেডিওর অডিটরিয়াম রুমে এক অনলাইন কর্মশালার আয়োজন করেন। উক্ত অনলাইন কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান। উক্ত অনলাইন কর্মশালায় প্রথম দিন প্রশিক্ষন প্রদান করেন দলিত উইমেনস ফেডারেশনের সেক্রেটারী বনানী বিশ্বাস,রংধনু টিভির নিউজ এডিটর আমীন আল রশীদসহ বিএনএনআরসির প্রতিনিধিবৃন্দ। দ্বিতীয় দিন প্রশিক্ষন প্রদান করেন বিএনএনআরসির সমন্বয়কারী প্রতিভা ব্যানাজী, নিউজ রিপোর্টিং কলা কৌশল সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন শাহনাজ শারমীন, চীফ রিপোর্টাও, নাগরিক টিভি এবং ওয়েব ও সোস্যাল মিডিয়া সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন জাহাঙ্গীর আহমেদ। উক্ত অনলাই কর্মশালায় বরেন্দ্র থেকে উপস্থিত ছিলেন রেডিওটির ষ্টেশন ম্যানেজার সুব্রত সরকার, টেকনিক্যাল অফিসার কাজী রাকীব,অনুষ্ঠান প্রযোজক ও ফেলোদের মেন্টর সুব্রত কিশোর হালদার, ফেলো ফুলাল পাহান , সংগীত লিন্ডা, উপস্থাপক আসওয়াদ এলাহী শিথিল সহ মোট ৬ জন অংশগ্রহন করেন ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.