অন্তর আহম্মেদ, নওগাঁ: বৃহস্পতিবার বিকাল ৫টায় সুলতানপুর জেলেপাড়ায় বৈদ্যুতিক খুঁটির তারে সাথে সুতোয় পা আটকে যাওয়া শালিক পাখি উদ্ধার করে নওগাঁ ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যুতিক খুঁটিতে বাসা বেঁধেছিল শালিক পাখি কিন্তু তারের সঙ্গে থাকা সুতোয় পাখির পা আটকে ঝুলতে দেখা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার করে পাখিটি।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা নওগাঁ ফায়ার সার্ভিস লিডার নুরুল ইসলাম বাবু সহ ছয়জন ফায়ারম্যান একটি টিম এসে পাখিটিকে উদ্ধার করে একটি বাগানে ছেড়ে দেই।
একটি মন্তব্য পোস্ট করুন