নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর গ্রামে।
জানা যায়, ওই গ্রামের মৃত: হোসেন আলীর ছেলে আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনের মাঝে বেশ কিছুদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিবাদমান জমির কাটা ধানের ভাগ নিয়ে গত সোমবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায় ছোট ভাই ফরিদ বড় ভাই আব্দুর রহমানকে (৫৮) লাঠি ও নিমের শুকনো ডাল দিয়ে এলোপাতারী মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুর রহমান মারা যান।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরিদকে গতকাল আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন