নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার

নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। আজ রোববার দুপুরে নওগাঁ প্রেসক্লাব থেকে সাংবাদিকদের এ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়। তবে শনিবার বিকেলে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ এর কাছে ৭৬ জন সাংবাদিকের উপহার তুলে দেন।
নওগাঁ পুলিশ সুপারের পক্ষ থেকে সাংবাদিকদের শুভেচ্ছা উপহার

উপহারগুলোর মধ্যে রয়েছে- চাল, ডাল, চিনি, মুড়ি, খেজুর, ঘি, দুধ, লাচ্চাসহ কসমেটিক সামগ্রি।

নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম বলেন, জাতীর এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশের ন্যায় প্রশাসন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, অন্যান্য বাহিনীর সাথে সংবাদ কর্মীরাও করোনার বিরুদ্ধে সম্মুখ যোাদ্ধা হিসেবে লড়াকু ভূমিকা পালন করে চলেছেন। বাংলাদেশ পুলিশের সাথে লড়ে যাওয়া সেই সম্মুখ যোদ্ধা জেলার সংবাদকর্মী ভাইদের শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget