সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার মহজিদ পাড়া গ্রামে পুর্বশত্রুতার জের ধরে এক মাছ চাষীর পুকুরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষের লোকজন প্রায় লক্ষাধিক টাকার পোনা মাছ নিধন করেছে।
থানায় দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে বসতবাড়ীর সম্পত্তি নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে ওই গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে মোজাফ্ফর এবং মোজাফ্ফর রহমানের ছেলে ফিরোজ, আরিফ ও মিষ্টার ঘটনার গত ১ মে দিবাগত রাতে মাছ চাষী লুৎফর রহমানের বসতবাড়ীর উপর হামলা চালায়। এ সময় তারা লুৎফর রহমান কে হত্যার উদ্দেশ্যে দলবদ্ধ হয়ে বাড়ীতে প্রবেশ করে না পেয়ে বাড়ির বারান্দার টিনের চালা, পানি তোলার মোটর পাম্প ভাংচুর করে। পরে তারা ওই রাতেই দলবদ্ধ হয়ে লুৎফর রহমানের মাছের পোনা চাষের পুকুরে গিয়ে বিষ প্রয়োগ করে চলে যায়। পরদিন সকালে ওই পুকুরের সমস্ত মাছের পোনা মরে পুকুরের পানিতে ভেসে উঠে। নিরুপায় হয়ে মাছের পোনা চাষী লুৎফর রহমান জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি জানান যে, এই সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে ।
একটি মন্তব্য পোস্ট করুন