ওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামে গভীর রাতে বাড়িতে ঢুকে রুঞ্জু মন্ডল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে মূখোশধারী দূর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত রুঞ্জু মন্ডল ওই গ্রামের শুকবর আলী মন্ডলের ছেলে।
রাণীনগর থানার ওসি জহুরুল হক ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে ১২ টা দিকে মূখোশধারী এক যুবক বাড়ির সাথে লাগানো গোয়াল ঘরের টিনের চালার টিন কেটে বাড়ির রান্না ঘরে প্রবেশ করে। এরপর সে পানির মটর চালু করে। মটর বন্ধ করার জন্য রান্না ঘরের দরজা খোলা মাত্রই মূখোশধারী ওই যুবক এ্যলোপাথারী ভাবে ধারালো অস্ত্র দিয়ে রুঞ্জু মন্ডলকে কোপাতে থাকে। এ সময় তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও কোপ মারে ওই দৃর্বৃত্ত। এসময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় রুঞ্জু মন্ডলকে উদ্ধার করে প্রথমে নওগাঁ পরে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভোর রাতে মারা যান তিনি। রুঞ্জু মন্ডল স্থানীয় রাতোয়াল বাজারে ধান, চাল, সার ও তেলের ব্যবসা করতেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত রাণীনগর থানা পুলিশ কাউকে আটক করতে পারেনি। এই হামলাটি শুধু হত্যার উদ্দেশ্যে নাকি বাড়িতে ডাকাতি করার কোন পরিকল্পনা ছিল তাও বলতে পারছেনা কেউ। খবর পেয়ে রাতেই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় রাণীনগর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানিয়েছেন ওসি জহুরুল হক।
একটি মন্তব্য পোস্ট করুন