রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল মুমিন (২৬) নামে এক গৃহ নির্মান শ্রমীকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুরের চকারপুকুর মোড় নামক স্থানে একটি ভবন নির্মান কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তিনি। নিহত আব্দুল মুমিন নওগাঁর পোরশা উপজেলার নিবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থাণীয় সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার আবাদপুকুরের চকারপুকুর মোড় নামক স্থানে প্রবাসীর স্ত্রী রেহেনা বিবির দুই তালা ভবন নির্মান কাজ করছিলেন শ্রমীক আব্দুল মুমিন। শনিবার সন্ধ্যায় ভবনটির নির্মান কাজ চলা অবস্থায় অসাবধানতা বসত বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমীকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন