নওগাঁর সাপাহারে করোনা রোগীর মৃত্যু পরবর্তী দাফন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে করোনা রোগীর মৃত্যু পরবর্তী দাফন বিষয়ক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহার উপজেলায় করোনা ভাইরাসে মৃত্যু হওয়া ব্যক্তির দাফন সৎকারের জন্য প্রশাসনের উদ্যোগে ঈমাম ও পুরোহীতদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য যে কোভিট-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর হার দিন দিন বেড়ে যাচ্ছে। সেই সাথে মৃত ব্যক্তিদের কাফন দাফনে কেউ এগিয়ে না আসায় প্রশাসন ও পুলিশ বিভাগকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এই বিষয়টির প্রতি লক্ষ্য রেখে সোমবার সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় ইসলামিক ফাউন্ডেশনের ১৩জন ঈমাম ও ৭ জন পুরোহিতকে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু ব্যক্তির পরবর্তী কাফন দাফনের জন্য উপজেলা পরিষদ চত্বরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন প্রমুখ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী জানান, করোনা ভাইরাসে যদি কোন ব্যক্তির মৃত্যু হয় তার কাফন দাফনের প্রয়োজন আছে। আমরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই সেই প্রস্তুতি গ্রহণ করছি। সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করি এমন দিন যেন আমাদের দেখতে না হয়। দেশ যেন দ্রুত করোনা মুক্ত হয়

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget