নওগাঁয় ১০ টাকা কেজির বিশেষ ওএমএস কার্যক্রম শুরু

নওগাঁয় ১০ টাকা কেজির বিশেষ ওএমএস কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে খাদ্য অধিদপ্তর পরিচালিত বিশেষ ওএমএস কার্যক্রম। সোমবার শহরের রকাজপুর টেক্স্রটাইল ভোকেশনাল ইন্সটিটিউট চত্বরে এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে ওয়াসিমুল বারি। এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জি,এম ফারুক হোসেন পাটওয়ারী, এনএসআইয়ের উপ পরিচালক রিয়াজ উদ্দিন ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, বিশেষ ওএমএস কার্যক্রমের মাধ্যমে ১০ টাকা কেজি দরে স্থানীয় কার্ডধারীরা প্রতি মাসে ২০ কেজি করে সংগ্রহ করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে দরিদ্র জনগোষ্ঠিকে এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে। তাদের তালিকা তৈরীর কাজ করেছে জেলা প্রশাসন। চলমান করোনা মোকাবেলা পরিস্থিতে এই কার্যক্রম সাধারন মানুষের জীবন যাপনে বড় ধরনের সহায়ক হবে আশাবাদ ব্যক্ত করেন তারা। পৌর এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মাঝে দেয়া হবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget