নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ধান বোঝায় ট্রলি উল্টে গিয়ে দুই ভাই নিহত হয়েছে। গতকাল শুক্রবার পত্নীতলা - সাপাহার সড়কের ঘড়াইল নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে।
নিহত দুই ভাই উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।
পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিল দুই ভাই। পথে পতœীতলা- সাপাহার সড়কের ঘড়াইল নামকস্থানে আসলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক ধান বোঝায় ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
ওসি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে । ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন