নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, শিশু আহত

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, শিশু আহত

ন‌ওগাঁ প্রতনিধিি : নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আরোহী এক শিশু জাকিয়া আহত হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

শুক্রবার রাত ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে ।

নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং জেলার নিয়ামতপুর উপজেলার তালপকুরিয়া গ্রামের ভুট্টু আলী। আহত জাকিয়া আক্তার মজনু হোসেনের মেয়ে।

মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, রাতে রনাইল গ্রাম থেকে মজনু তার শ্বশুর বাড়ি তালপকুরিয়য়ি মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে মধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন এবং শিশু আহত হয়। সংবাদ পেয়ে শিশু জাকিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

ওসি আরো জানান, ঘটনারপর ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget