সালমান ফার্সী, সজল (নওগাঁ) : সমগ্র বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) ভয়ংকর সংকট তৈরি করেছে দেশ জুড়ে এ করোনা ভাইরাসে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দ্রুততার সঙ্গে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষে মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেজর জেলারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি, এর নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লক্ষ সদস্যদের মাঝে সারাদেশে ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে গত রবিবার (০৩ মে) রাজশাহী রেঞ্জের নওগাঁ জেলার ১১ টি উপজেলায় ৯৯ টি ইউনিয়নে ৩ হাজার ৩ শত ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এতে মোহা: ফকরুল ইসলাম, রেঞ্জ পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজশাহী এর তত্বাবধানে, উদ্বোধন করেন মো. জহুরুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নওগাঁ।
আরো উপস্থিত ছিলেন মুহা: আব্দুল কাদীর, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মোছা. রওশান আরা বেগম, মো. মামুনুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নওগাঁ সদর।
মহামারি করোনা ভাইরাস এর কারনে প্রায় ৫ লক্ষ ৫০ হাজার মানুষের এক সপ্তাহের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৬৪টি জেলার প্রতি উপজেলায় ৩০০ টি পরিবার হিসেবে ৪৯২ টি উপজেলায় মোট ১ লক্ষ ৪৭ হাজার ৬শত পরিবারে এক সপ্তাহের খাবার হিসেবে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক বিতরণ চালু করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন