নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রমজান উপলক্ষ্যে অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক পরিবারের মাঝেনিরাপদ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। গত শুক্রবার শহরের মাষ্টারপাড়ায় বে-সরকারী সংস্থা রানির কার্যালয় চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে এর উদ্ধোধন করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান লাইফ এর অর্থায়নে রানির উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, প্রভাতি উন্নয়ন সংস্থার সভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আকতার, অগ্রযাত্রার নির্বাহী পরিচালক রায়হান আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ১কেজি লবন ও মসলাসহ ইত্যাদি জিনিষপত্র।
রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান জানান, অসহায়, দু:স্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে রমজান উপলক্ষ্যে নিরাপদ খাদ্য সরবরাহের জন্য এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। জেলার ৪টি উপজেলায় এসব খাদ্য সামগ্রী বিতরন করা হবে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন