নওগাঁয় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি হান্ড ফুটবল খেলায় খাসী পুরস্কার

নওগাঁয় বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি হান্ড ফুটবল খেলায় খাসী পুরস্কার

আতাউর শাহ্, নওগাঁ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনোদনের জন্য নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ড শাহপাড়া গ্রামে বিকেল ৪টা হতে সাড়ে ৫টা পর্যন্ত দেড় ঘন্টা ব্যাপি বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এক প্রীতি হান্ড ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের স্থানীয় যুবকদের আয়োজনে এ প্রীতি হান্ডফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

শক্রবার (২৯ মে) বিকাল ৪টা থেকে স্থানীয় একটি পানি জমে থাকা জমিতে এ খেলা শুরু হয়। খেলার পুরস্কার ছিল একটি খাসী।

৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর ও উত্তেজনাপূর্ণ এ খেলায় ১৩-১০ গোলে অবিবাহিত দল বিজয়ী হয়।

খেলার শুররুতে বিবাহিত দল ৭টি গোল করে এগিয়ে থাকে। শেষ দিকে অবিবাহিত দল জয়সূচক গোলে ১৩-১০ গোলে জয় পায় অবিবাহিত দল। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কারের খাসী তুলে দেন যুবকদের মধ্যে নাছির দেওয়ান।

এলাকার যুবকসহ শত শত নারী-পুরুষ উপস্থিত থেকে গ্রামীণ এ খেলা উপভোগ করেন।

এ ব্যাপারে নাছির দেওয়ান জানান, গ্রামীণ বিনোদন হিসেবে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে এ প্রীতি হান্ড ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ও অবিবাহিতদের আমরা বিবাহিত খেলোয়াড় দিয়ে হেল্প করায় তারা জয়ী হতে পেরেছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করা হয়েছে।

এ ব্যাপারে উপস্থিত দর্শক নারীরা বলেন, এই ঈদে আমারা করোনা ভাইরাসের মহামারিতে ঈদের আনন্দ কি বুঝতে পারিনাই তবে আজ এ খেলায় ঈদের চেয়ে বেশী আনন্দ উপভোগ করতে পেরেছি।

এ ব্যাপারে উপস্থিত দর্শক পুরুষরা বলেন, আজ বেশি আমরা আনন্দিত, কারন আমরা ঈদের নামাজ জামে মসজিদে পরেছি, সেখানে কোন দোকান দেখা যায়নি, তবে আজ মাঠে খেলার অনুষ্ঠানে সব রকম ভ্রাম্যমান দোকান বসেছে এজন্য আমরা খেলা দেখে মজা পাইছি ও বাচ্চাদের ঈদ আনন্দ দিতে পেরেছি।

পুরস্কারের খাসী দিয়ে বিরিয়ানি রান্না করে উভয় পক্ষ খাওয়ানো হবে বলেও জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget