অন্তর আহম্মেদ, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার রজাকপুর মধ্যপাড়া তুলশিগঙ্গা নদি থেকে নুরুন্নাহার (৫৮) নামের এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুন্নাহার রজাকপুর গ্রামের মৃত সামছুর রহমানের স্ত্রী। সোমবার বেলা ১২ টার সময় স্থানিয়রা নদির কিনারায় অর্ধগলিত লাশ দেখতেপেয়ে পুলিশকে অবহিত করলে, নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাকিববুল আক্তার নেতৃত্বে, সদর থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসান, সদর থানার এস আই মো. আব্দুল বারিক, এস আই, মো. মজিদ হোসেন, এস আই মো. শরিফুল হোসেন, এস আই আব্দুল্লাহ সহ সঙ্গীয় ফোর্স গিয়ে ঘটনা স্থল থেকে মহিলার লাশ উদ্ধার করেছে।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানোসহ মামলার প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন