নয়ন বাবু, সাপাহার: নওগাঁর সাপাহারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ নেতা কর্মীরা। মহামারী করোনা ভাইরাসে কৃষকেরা শ্রমিক সংকটে পড়ার কারনে এমন উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার সকালে উপজেলার জবই চেলাঘাটির আজিজুল হক নামের এক কৃষকের ১ একর জমির ধান কেটে দেন উপজেলা শাখা ও সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। মহামারী করোনা ভাইরাসের কারনে বাইরে থেকে ধানকাটা শ্রমিক না আসার ফলে ধান কাটা-মাড়াই নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন এলাকার কৃষকেরা। ঠিক সে সময় কাস্তে ধরে কৃষকের ধান কাটছেন উপজেলা শাখা ও কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা।
মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষক আজিজুল হক।
একটি মন্তব্য পোস্ট করুন