আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় এটুআই এর উদ্যোগে ফোনে নিত্যপণ্য সরবরাহ কার্যক্রমের অংশ হিসেবে ইএসডিপি, বিডা নওগাঁ পরিচালনা করছে।
গ্রাহকের মোবাইলে ফোনের অর্ডারের ভিত্তিতে বাড়ী বাড়ী নিত্য প্রয়োজনীয় বাজার ও ঔষধ পৌঁছে দেওয়ার এই কাজের সাথে যুক্ত রয়েছেন নওগাঁর ইএসডিপি, বিডার একদল স্বেচ্ছাসেবক।
করোনা মহামারী সময়ে মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে মূলত এই কার্যক্রম। কোনো গ্রাহকের তার প্রতিদিনকার নিত্যপণ্য যেমন চাল, ডাল, তেল, সাবান, কাঁচাবাজার, মেডিসিন প্রভৃতি জিনিস কিনতে যেন বাজার পর্যন্ত আসতে না হয়, বাসায় বসেই নিরাপদে এসব পণ্য পেতে পারেন সেই জন্য এই ব্যবস্থা। কোনো গ্রাহক ৩৩৩ তে কল করার পর ৫ চেপে, অথবা সরাসরি স্বেচ্ছাসেবকদের ফোন করে তার চাহিদার কথা জানালেই সেচ্ছাসেবকগণ সেই পণ্য পৌঁছে দেবেন তাদের বাীর দোরগোড়ায়। এ জন্য আলাদাভাবে কোনো চার্জ নেই।
এ বিষয়ে কথা বলতে চাইলে ইএসডিপি, বিডা নওগাঁ জেলার প্রশিক্ষণ সমন্বয়ক মো. এরফান উদ্দীন বলেন, দেশের এমন পরিস্থতিতে মানুষকে নিরাপদে রাখতে এই কার্যক্রম সহায়ক ভূমিকা পালন করবে, যদিও নাগরিকদের একটা বড় অংশই সচেতন না, তবুও আমরা জেলা প্রশাসনের সার্বিক সহযগিতায় এটি পরিচালনা করছি। মহামারী সময়ে এমন ইনোভেটিভ আইডিয়াকে বাস্তবায়নের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই এটুআই এবং ইএসডিপি প্রকল্প পরিচালক মহোদয়কে,।
এই সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করছে নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।
একটি মন্তব্য পোস্ট করুন