নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরে থেকে ঝুলন্ত অবস্থায় শ্রীমতি চায়না রাণী (২৩) নামের এক গৃহবধূূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বরদা পাড়া গ্রামের একটি ঘরের চালের তীরের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা চায়না রাণীর লাশ উদ্ধার করা হয়।
নিহত চায়না রাণী উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বরদাপাড়া গ্রামের ষষ্ঠি কুমারের স্ত্রী ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে ওরনা জড়ানো ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পান পরিবারের লোকজন।
পরে পুলিশে খবর দিলে পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের পর তা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন