নওগাঁয় করোনাতেও জমজমাট ঈদ বাজার

নওগাঁয় করোনাতেও জমজমাট ঈদ বাজার

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা সদরসহ উপজেলা পর্যায়ে গত ১০ তারিখ থেকেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠিানে কেনা-বেচার ধুম পড়েছে। খোলা হয়েছে ফুটপাতের দোকান থেকে শুরু করে শপিংমল ও বড় বড় বিপনী বিতান গুলো। ক্রেতা-বিক্রেতা কেউ মানছেন না সামাজিক দূরত্ব। নজরে পড়েনি বিপনীতে সেনেটাইজেশন ব্যবস্থা অথবা নুন্যতম হাত ধোয়ার সুযোগ। যা আছে তা দায়সারা মাত্র। সকল স্থানেই উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। সড়কে চলছে সিএনজি, ইজিবাইক, চার্জার রিক্্রা, মাটরসাইকেল, প্রইভেটকারসহ নানান যানবাহন। খোলা হয়েছে ছোট ছোট চা ষ্টল গুলোও। আনাচে কানাচে চলছে রিতিমত জমজমাট হোটেল ব্যবসা। এ যেনো স্বাভাবিক ঈদ বাজারের রুপ। দেখে মনে হবে এই জেলা যেন করোনামুক্ত। ধীর গতীতে করোন নমুনার পরীক্ষায় এ পর্যন্ত  যে ফলাফল এসেছে তাতে ৭০ জন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget