নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে দিল জেলা কৃষকলীগের নেতা কর্মীরা


নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে দিল জেলা কৃষকলীগের নেতা কর্মীরা

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় অসহায় কৃষকের জমির ধান কেটে দিল জেলা কৃষকলীগের নেতা কর্মীরা। কেন্দীয় কৃষকলীগের  সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় এক অসহায় কৃষকের জমির ধান কেঁটে দিল নওগাঁ জেলা কৃষকলীগ। আজ শনিবার সকালে নওগাঁ সদরের দিঘলী বিল মাঠে অসহায় কৃষক সামসুল ইসলামের ২ বিঘা জমির ধান কেঁটে বাড়িতে পৌঁছে দেয় কৃষকলীগের নেতা কর্মীরা ।

এ সময় উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব, যুগ্ম আহব্বায়ক খোরশেদ আলম সহ জেলা কৃষকলীগের নেতা কর্মীরা।

অসহায় কৃষক সামসুল ইসলাম বলেন, আমি গরীব মানুষ ধান কেটে নেয়ার মত টাকা কাছে নাই। তাছাড়া করোনার কারনে তেমন ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছেনা। আমার বিষয়ে জানতে পেরে খোজঁ খবর নিয়ে আজ এসে কৃষকলীগের নেতা কর্মীরা ধান কেটে বাড়িতে তুলে দিল।  আমাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সব সময় এমন ভালো কাজ করে যাবে এমনটাই আশা করছি।

নওগাঁ জেলা কৃষকলীগের আহব্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নির্দেশনায় আমরা জানতে পারি নওগাঁ সদরের দিঘলী বিল মাঠে অসহায় কৃষক সামসুল ইসলাম তার ২ বিঘা জমির ধান কাটতে পারেনি। বিষয়টি জানতে পেরে আমরা কৃষকলীগের নেতা কর্মীরা তার জমির ধান কেটে পৌঁছে দিলাম। অসহায় কৃষকদের ধান কেঁটে দেওয়ার এ ধারা অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget