নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ করোনাভাইরাস মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের ৩৫০ পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। মানবাধিকার কর্মী মৌসুমী সুলতানা শান্ত। গত বুধবার (৮ এপ্রিল) রাতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় শান্ত জানান, করোনাভাইরাসের প্রভাবে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম ও রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে বিপাকে রয়েছেন কর্মহীন, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। তাই কর্মহীনদের মাঝে এসে উপহার হিসেবে এসব খাবার দিচ্ছি। সমাজের বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, দ্বিধাদ্বন্দ¦ ভুলে ব্যক্তি সমালোচনার উর্ধ্বে থেকে এই সংকটময় মুহূর্তে সম্মিলিত প্রচেষ্টায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে যার সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেওয়া জরুরি।
একটি মন্তব্য পোস্ট করুন