নওগাঁর কয়েকটি মহল্লায় স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করলেন এলাকাবাসী

নওগাঁর কয়েকটি মহল্লায় স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করলেন এলাকাবাসী

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের রজাকপুর বউবাজার, দুর্গাপুর, সদর উপজেলার তিলকপুর এবং হাঁসাইগাড়ী ইউনিয়নের ভুতুলিয়া এক শিশুসহ অপর ৩ জনের জ্বর সর্দি এবং গলা ব্যাথা ইত্যাদি লক্ষ্যন জনিত কারনে এলাকাবাসী নিজ উদ্বোগে লকডাউন ঘোষণা করেন। এলাকাবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রজাকপুর বউবাজার এলাকার সন্ধেহ জনক ব্যক্তি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়নগঞ্জ থেকে জ্বর সদি এবং গলা ব্যাথা ইত্যাদি লক্ষন আছে বলে জানতে পেয়ে এলাকাবাসীর মাঝে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ঐসব এলাকার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বাঁশ দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় আরও জনসচেতন মূলক সমাজের সচেতন ব্যক্তি বর্গরা এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে সচেতন মূলক মাইকিং করা হচ্ছে বলেও জানা গেছে। ঐসব এলাকাতে সরজমিনে গিয়ে জানা যায়, এলাকার সচেতন যুবকরা তাদের নিজ উদ্বোগে রাস্তার মোড়ে মোড়ে তিন ফিট পরপর দাড়িয়ে মহল্লাবাসীকে ঘরের ভিতর থেকে বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ করছেন । সেই সাথে বাহিরের ব্যক্তিদেরর এসব মহল্লার ভিতরে আসতে বাধাঁ দিয়ে তারা বিভিন্ন ভাবে সচেতন মূলক কথা বলছেন এবং সকল ব্যক্তিদের সাবান, ডিটল, সাভলুন, জীবানু নাশক পানি দিয়ে স্প্রে করার পরে সাধারণ মানুষদের ঐসব মহল্লাতে প্রবেশ করানো হচ্ছে। এবং তাদের বলে দেওয়া হচ্ছে এই এলাকা লকডাউন ঘোষণ করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখার জন্য এইধরণের উদ্বেগ সমাজের সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস এর সংক্রমন থেকে রক্ষাপেতে নওগাঁ পৌর এলাকার মানুষ তাদের নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে এলাকার সচেতন মহলকে এগিয়ে আসার আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget