নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে দিয়ে এলো ছাত্রলীগ


প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিচ্ছে।
নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে দিয়ে এলো ছাত্রলীগ

বুধবার সকাল ১১টা থেকে দিনভর নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গুটার বিল এলাকায় ১ কৃষকের ১বিঘা  জমির পাকা ধান কেটে, আঁটি বেঁধে বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সহ-সভাপতি রোমান হাসান, রিয়াজ খান, রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, মেহেদী হাসান, একরামুল হক সজীব, সাংগঠনিক সম্পাদক স্পধন চৌধুরী, তানভীর আরেফিন শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ আসিফ ও উপ কৃষি বিষয়ক সম্পাদক বিশাল আহমেদ সহ সদর উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় শিকারপুর ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভীর ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০/৩৫ নেতাকর্মী ধান কাটার এ কাজে অংশ নেন। ধান কাটা শেষে নেতাকর্মীরা গুটার বিল এলাকায়  মাঠ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কৃষক দেওয়ান আব্দুল মতিনের বাড়িতে পৌঁছে দেন।
কৃষক দেওয়ান আব্দুল মতিন জানান, শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছে তা কখনো ভোলার নয়।

জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বলেন, ‘মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে পারছে না তাদেরকে আমারা জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করছি আগামীতে কেহ সহায়তা চাইলে আমার ঐ কৃষকের পাশে দাড়াবো।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget