নওগাঁয় সাংবাদিকদের ইফতার সামগ্রি দিলেন জেলা প্রশাসন

নওগাঁয় সাংবাদিকদের ইফতার সামগ্রি দিলেন জেলা প্রশাসন

প্রতিনিধি নওগাঁ:  নওগাঁয় সাংবাদিকদের ইফতার সামগ্রি দিয়েছেন জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। রোববার সকালে জেলা প্রশাসকের বাংলোতে প্রায় ৮০ জন সাংবাদিককে ইফতার সামগ্রি দেয়া হয়েছে। উপকরণ গুলোর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবন, সেমাই, দুধ, চিনি, মুড়ি, ছোলা, খেজুর এবং সাবান।

প্রতিবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজ মিলনায়তনে সুধিজনদের নিয়ে জেলা প্রশাসকের ইফতারের আয়োজন করা হতো। কিন্তু এ বছর রোজা রমজান মাস করোনা ভাইরাসের মধ্যে পড়েছে। যে কারণে সুবিধজনদের নিয়ে জনসমাগম করা সম্ভব হচ্ছে না। সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবছর ভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। 

নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ বলেন, প্রতি বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়ে থাকে। এ বছর করোন ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। রমজান উপলক্ষে শুভেচ্ছা স্বরুপ সাংবাদিকের ইফতার সামগ্রি দেয়া হয়েছে। আশা করছি- তারা স্বাচ্ছন্দে উপহারটি গ্রহন করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget