নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় নওগাঁয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে নওগাঁ সদর উপজেলাসহ ৫টি উপজেলায় নায্যমূল্যে টিসিবির পণ্য ৬টি ডিলারের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। এসব পন্য নায্যমূল্যে পেয়ে নিন্ম আয়ের সাধারন মানুষরা ভীষন উপকৃত হচ্ছেন। পন্যের মধ্যে রয়েছে, সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও ছোলা। জেলায় ১৮ হাজার লিটার সয়াবিন তেল, ১৮০০০ কেজি চিনি, ১৮০০ কেজি মসুর ডাল, ৬ হাজার কেজি ছোলা ১ দিন পর পর দেয়া হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারনে বাজারে নিত্য প্রযোজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে সরকারের পক্ষ থেকে জনগমাগম এড়িয়ে ও সামাজিক দুরত্ব মেনে চলার আদেশ থাকলেও এসব পন্য ক্রয়ের সময় কেহ সামাজিক দুরত্ব মেনে চলছেন না। গাদাগাদি করে হুমড়ী খেয়ে পন্য ক্রয় করছেন। যা করোনা ভাইরাস ছড়ানোর হুমকী স্বরুপ। তবে নায্যমূল্যে টিসিবির পন্য পেয়ে ভীষন খুশি সাধারন মানুষরা। তাদের দাবী চাহিদার তুলনায় জিনিষপত্র অপ্রতুল। প্রতিদিন এই পন্য বিক্রির দাবী জানান তারা। এ বিষয়ে জেলা প্রশাসক হারুন অর-রশীদ জানান, প্রশাসনের পক্ষ থেকে জনগমাগম এড়িয়ে ও সামাজিক দুরত্ব মেনে চলার জন্য মাঠ পর্যায়ে প্রশাসন তদারকি করছে। এছাড়াও বাজারে নিত্য প্রযোজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল পর্যায়ে রাখতে টিসিবির পন্য গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে বলে জানান তিনি। টিসিবির পন্য বিক্রয়ের দিন সদর উপজেলা পর্যায়ে এনডিসি রফিকুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা আমিনুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন