নওগাঁয় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি উদ্যোগে প্রায় দেড় হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁয় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি উদ্যোগে প্রায় দেড় হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি উদ্যোগে নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খেটে খাওয়া কর্মহীন প্রায় দেড় হাজার দিনমজুর ও নিন্ম আয়ের মানুষদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ কর্মসুচীর উদ্ধোধন করেন, নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক এম,এ খালেক, পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেনসহ চেম্বারের কর্মকর্তা ও কর্মচারীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাল, ২কেজি আটা, ৪কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ১ লিটার তেল, ৪টি মাস্ক, ২টি সাবান ও ডেটলসহ ইত্যাদি প্রয়োজনীয় জিনিষপত্র। রাসেল বলেন, করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধ থেকে আমরা এগিয়ে এসেছি। বেঁচে থাকার জন্যে দামী খবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে পারছি। ৫দিন ব্যাপী বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে। তিনি সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকারও অনুরোধ জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget