আবু রায়হান রাসেল, নওগাঁ: দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে ব্যক্তিগত উদ্যোগে মাস্ক, সাবান, লিফলেট ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে নওগাঁ জেলা ছাত্রলীগের সংগঠনের জেলার সাংগঠনিক সম্পাদক শেখ-আব্দুল্লাহ্ আল মামুন (এ্যালবার্ড)। মঙ্গলবার বিকেল ৬.০০ টার সময় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান শেখ আনিছুর রহমান মো: শামীম হোসেন, মো: জাহিদ ইকবাল, মো: রাসেল হোসেন, শেখ-হামিম অনয় প্রেম সহ ছাত্রলীগের অন্যান্য কর্মীবৃন্দ।
এসময় নওগাঁ জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক শেখ-আব্দুল্লাহ্ আল মামুন (এ্যালবার্ড) বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ছাত্রলীগ আবারো মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে ব্যক্তিগত উদ্যোগে নওগাঁয় শৈলগাছী ইউনিয়নে অসহায় মানুষের মাঝে সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন