নওগাঁর সাপাহারে নেশা জাতীয় ঔষধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নওগাঁর সাপাহারে নেশা জাতীয় ঔষধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নেশা জাতীয় ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত হাজী মেডিক্যাল হল নামে একটি ফার্মেসী মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট  কল্যাণ চৌধুরী। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে অবস্থিত হাজী মেডিকেল হল এর  মালিক ও রসুলপুর  গ্রামের গোলাম মর্তুজার ছেলে সিয়াম হোসেন (২৭) কে অবৈধ নেশা জাতীয় ঔষধ বিক্রিয় সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ভ্রাম্যমান আদালতে ওই ঔষধ ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা করেন । এছাড়াও উপজেলা ঔষধ ব্যবসায়ি সমিতি ওই ঔষধের দোকান ১ মাস বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে প্রায় সপ্তাহ খানেক পুর্বে একই অভিযোগে স্থানীয় ভাবে ওই দোকান মালিকের ৫ হাজার টাকা জরিমানা ও তার দোকান বন্ধ করে দেয়া হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget