নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কালোবাজারে বিক্রির অভিযোগে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) ৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার শাহাগোলা থেকে এ চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
জানা যায়, দেশের অন্যান্য স্থানের ন্যায় আত্রাইয়েও ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু করা হয়। শাহাগোলাতে এ চাল ক্রয়ের পর ক্রেতাদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ী মো. শাহিন ৬ বস্তা (প্রায় ১০ মণ) চাল ক্রয় করেন। পরে স্থানীয় লোজন বিষয়টি জানতে পারলে জনৈক ব্যক্তির প্রলোভনে তিনি আইনের হাত থেকে বাঁচতে ওই চালগুলো স্থানীয় একটি এতিমখানায় দান করেন। তারপরও তার শেষ রক্ষা হলো না। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, বর্তমান সময় খুবই স্পর্সকাতর। ১০ টাকা কেজির চাল ক্রয় বিক্রয় দন্ডনীয় অপরাধ। আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেছি। এ ব্যাপারে ব্যবসায়ী শাহিনের বিরুদ্ধে মামলা করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন