নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

নওগাঁয় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর মান্দায় এক অভিযান চালিয়ে ১শ' ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। 

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে মান্দা থানাধীন গোয়াল মান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নের্তৃত্বে এএআই ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১শ' ৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো উপজেলার নুরুল্লাবাদ করাতীপাড়া গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে আলমগীর হোসেন (২০) ও কালিকাপুর মাদ্রাসা পাড়া গ্রামের আনারুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২০)।

ডিবির পুলিশের এএসআই ফেরদৌস আলী ঘটনা নিশ্চিত করে জানান, আটককৃতদের নামে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget