নওগাঁর আত্রাইয়ে একই পরিবারের তিন জন করোনায় আক্রান্ত


নওগাঁর আত্রাইয়ে একই পরিবারের তিন জন করোনায় আক্রান্ত

নওগাঁ (আত্রই) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩জন। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: রোকসানা হ্যাপি বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের কাজের লোক সহ একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানান, গত কয়েক দিন আগে নীলফামারী থেকে ৩১জন ধান কাটা শ্রমিক আসার পর ওই বাড়ীর লোকদের মাঝে করোনার উপসর্গ দেখা দিলে ধানকাটা শ্রমিক ও বাড়ীর সদস্যসহ মোট ৩৭জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়। ৪জনের রিপোর্ট আমরা হতে পেয়েছি তার মধ্যে ৩জন পজেটিভ ও ১জন নেগেটিভ। এছাড়া বাঁকি শ্রমিকেদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সেই সাথে তাৎক্ষনিক শ্রমিকসহ বাড়ীর লোকদের হোমকোয়ারেন্ট নিশ্চিত করা হয়েছে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget