নওগাঁয় সেনাবাহিনী টহল দেয়ায় রাস্তাঘাট ফাঁকা

নওগাঁয় সেনাবাহিনী টহল দেয়ায় রাস্তাঘাট ফাঁকা

নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলায় সেনাবাহিনী কঠোর হওয়ার ঘোষণা দেওয়ার পরও নওগাঁয় বিভিন্ন হাট-বাজার ছোট যানবাহন এবং মোড়ে সকাল থেকে সাধারণ মানুষদের প্রয়োজনে-অপ্রয়োজনে বের হয়ে চালাচল শুরু করেন। 
নওগাঁয় সেনাবাহিনী টহল দেয়ায় রাস্তাঘাট ফাঁকা

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নওগাঁ শহরের বিভিন্ন সড়কে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী-পুলিশ বাহিনী টহল শুরু করেন। এসময় জনসচেতনা মূলক প্রচার-প্রচারণা শুরুর পাশাপাশি ঘরে থাকার নির্দেশ প্রদান করা শুরু হয়। এরপর থেকে নওগাঁর বিভিন্ন সড়কে থাকা ছোটছোট যানবাহন বন্ধসহ জনসাধারণের চলাচল কমে যায়। ফলে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে যখন নিস্তব্ধ সারাবিশ্ব তখনও নওগাঁয় রাস্তায় চলাচল করছিল বেশ কিছু যানবাহন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ টহলসহ বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে আসে।

নওগাঁশহর সহ জেলার উপজেলাগুলোতে যান চলাচল এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সকাল থেকেই প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী টহল দিতে শুরু করে। এবং যানচলাচলে কঠোর অবস্থান নেন। অপ্রয়োজন বের হলে পড়তে হচ্ছে প্রশ্নের সম্মুখে। ফলে যান চলাচলেও নিয়ন্ত্রণ আসে। ফলে হাতে গোনা দুই একটা অটোরিকশা বা মোটরসাইকেল ছাড়া তেমন যান চলাচল লক্ষ্য করা যায় নি।

নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, জেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে আরও সচেতন করতে ২০টি মোবাইল কোর্ট, ৮টি সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ বাহিনীর টহল ব্যাপক জোরদার করা হয়েছে। সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছে। এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টি তাঁরা নিশ্চিত করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget