নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় শ্রী দিপু (২৬) নামে একজন পথচারী মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার কালাবর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত দিপু উপজেলার পাটিআমলা গ্রামের শ্রী নিতাই চন্দ্রের ছেলে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী জানান, দিপু নজিপুর বাজার থেকে তার বাড়ি যাচ্ছিল। এসময় নজিপুর থেকে ধামইরহাটগামী একটি ট্রাক কালাবর ব্রীজ এলাকায় তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন