নওগাঁ জেলা পুলিশের উদ্যেগে কর্মহীন ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁ জেলা পুলিশের উদ্যেগে কর্মহীন ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলায় ১১টি উপজেলায় পুলিশের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন ১২শ’ ৫০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর মডেল থানা চত্বরে এই কর্মসুচীর উদ্ধোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম। 

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১লিটার তেল ও সাবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার ও ফারজানা হোসেন, সদর মডেল থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পুলিশ সুপার এ সময় বলেন, করোনার সময় মানুষদের ঘরে রাখার দায়িত্ব হলেও সামাজিক দায়বদ্ধ থেকে পুলিশ এগিয়ে এসেছে। বেঁচে থাকার জন্যে দামী খবার দিতে না পারলেও নুন্যতম খাবার দিতে পুলিশ এগিয়ে এসেছে। সরকারি নির্দেশ পালন করে জনসাধারণদের ঘরে থাকার জন্যে অনুরোধ জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget