নওগাঁর রাণীনগরে এক নার্স করোনায় আক্রান্ত


নওগাঁর রাণীনগরে এক নার্স করোনায় আক্রান্ত

রাণীনগর, নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্স দিপা আক্তার (২৫) নামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

করোনায় আক্রান্ত ওই নার্স রাণীনগর উপজেলার বাসিন্দা।

নওগাঁর সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই নার্স গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বস কষ্টে ভুগছিলেন। এমতাবস্তায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে রামেকে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পজেটিভ রিপোর্ট হাতে পান। তিনি কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা প্রাথমিক ভাবে বিস্তারিত জানাতে পারেননি।

নওগাঁ জেলায় এই প্রথম কোন ব্যক্তির করোনার পজিটিভ এলো বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget