নওগাঁ অফিস: নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬ জনের নমুনায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে নওগাঁ জেলায় মোট আক্রান্ত ১৭ জন। আজ বুধবার সকালে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর ই মোরশেদ।
আক্রান্তরা হলো, নওগাঁর রানীনগরে আক্রান্ত নার্সের স্বামী সন্তানসহসহ একই পরিবারের পাঁচ জন। সাপাহার উপজেলায় তিন জন, মহাদেবপুর উপজেলায় দুই জন, পোরশা উপজেলায় এক জন, মান্দা উপজেলায় দুই জন, এবং আত্রাই উপজেলায় তিন জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ জানান, নওগাঁয় প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সের শরীরে গত ২৪ এপ্রিল প্রথম করোনা পজেটিভ সনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। পরীক্ষায় ওইসবের মধ্য ৫ জনের মনুনা করোনা পজেটিভ বলে জানিয়েছে আইডিসিআর। এরপর পুরো পরিবারটি লকডাউনে রাখা হয়েছে। এছাড়া করোনা পজেটিভ সনাক্ত প্রত্যেক রোগীর পরিবারকে লকডাউন করা হয়েছে।
নওগাঁ থেকে এখন পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে। এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে। হোম কোরাইয়েনটেনে আছে ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোরাইনটেনে আছে ৩৭ জন।
একটি মন্তব্য পোস্ট করুন