যশোরের শার্শায় উপ-স্বাস্থ্য সহকারী কর্মকর্তা করোনায় আক্রান্ত

যশোরের শার্শায় উপ-স্বাস্থ্য সহকারী কর্মকর্তা করোনায় আক্রান্ত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় এই প্রথম ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা সদরের কামারবাড়ী মোড়ের বাসিন্দা। সে বর্তমানে লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছে। এ ঘটনার পর শার্শার স্বাস্থ্য দপ্তরে চরম উত্তেজনা বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়তি বড়াল কিছুদিন হঠাৎ শরীরে জ্বর-জ্বর অনুভব করলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পাঠানো হয়। বুধবার সকালে একজনের পজেটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী জানান, গতকাল পর্যন্ত মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার পাঠানো হয়েছিলো। আজ সকালে তাদের প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে একজনের পজেটিভ এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget