বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরকে মুঠোফোনে হুমকি

বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরকে মুঠোফোনে হুমকি

রিপোর্ট : ইমাম বিমান: দেশের সর্ববৃহৎ ও একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে মুঠো ফোনে হুমকির অভিযোগ পাওয়া যায়। 

এ বিষয় সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের কাছে জানতে চওয়া হলে তিনি জানান, ১০ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ৮টা ১৮ মিনিটের সময়ে ০১৬৪৮১০৯১১২ নম্বর থেকে আমার ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল আসলে আমি কলটি রিসিভ করি। কলটি রিসিভ করার সাথে সাথে ওপাস থেকে  অকথ্য ভাষায় আমাকে গালাগাল পূর্বক আমার জীবননাশের হুমকি প্রদান করে। ৪৯ সেকেন্ডের এ কথোপকথনে হুমকিদাতা নানা অশালীন কথাবার্তা বলে ও হুমকি দেয়। হুমকির কারন জানতে চাইলে সাংবাদিক নেতা জাফর জানান, বিভিন্ন সময়ে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় দেশের সর্ববৃহৎ সাংবাদিক বান্ধব এ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র পক্ষ থেকে নানাভাবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আর এ কারনে হয়তো কোন পক্ষ তাদের অসৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এবং সংগঠনটির কার্যক্রমে বাধা সৃষ্টির জন্যই আমাকে হুমকি দিতে পারেন। এ  বিষয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। সেই সাথে প্রশাসনকে অবহিত করার মাধ্যমে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায়  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট আহবান জানানো হয়। বর্তমানে তিনি মহামারী করোনা ইস্যুতে নিজ জেলা ঝালকাঠিতে অবস্থান করছেন। তিনি স্থানীয় গণমানুষের সংগঠন ঝালকাঠি নাগরিকফোরামেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget