এপ্রিল 2020
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের শার্শায় মাঠ থেকে নবজাতক শিশু উদ্ধার: ঠাঁই হলো কৃষকের ঘরে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: যশোরের শার্শায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক। 

বৃহস্পতিবার সকালে উপজেলার  কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। 

কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে  আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখি। একটু কাছে গিয়ে দেখি ভীতরে কিছু নড়াচড়া করছে।তখন বস্তার মুখ খুলতেই দেখি সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করছি।এ ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন।

জানতে চাইলে উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটি বিষয় খোঁজ খবর নিয়েছি।কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেন।  

স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি  অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাখে আল্লাহ মারে কে, কে বা কারা শিশুটিকে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়ে যায়।আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো তার।

নওগাঁর সাপাহারে এতিম শিশুদের জন্য প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে ১৩ টি কওমী মাদরাসায় এতিম শিশুদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  প্রধানমন্ত্রী'র ত্রাণ তহবিল থেকে অর্থ বিতরণ করা হয়েছে। 

উপজেলা পরিষদ হলরুমে তকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী মুনসুর আলী উপস্থিত থেকে এতিম শিশুদের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষকের হাতে নগদ ১০ হাজার টাকা করে ১৩ টি মাদ্রাসায় মোট ১ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও সকল মাদ্রাসার প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র চলমান খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায়
এপ্রিল মাসে ৫৩২৭ পরিবারের মধ্যে ২৬৬৩৫ কেজি চাল, ৫৩২৭ কেজি আলু ও ২৬৬৩ কেজি ডাল বিতরন

আবু রায়হান রাসেল, নওগাঁ: দেশে চলমান করোনা পরিস্থিতির কারনে সারাদশের মত নওগাঁতেও প্রচুর সংখ্যক প্রাত্যহিক খেটে খাওয়া মানুষের উপর বিরুপ প্রভাব পড়েছে। কাজ না থাকায় এসব পরিবার ব্যপক খাদ্য সংকটের মধ্যে পড়েছেন। নওগাঁ মাল্টিপারাপাস কো-অপারেটিভ সোসাইটি এই সংকটের কথা চিন্তা করে এসব পরিবারের মধ্যে খাদ্য সহায়তার হাত প্রসারিত করেছে।

নওগাঁ মাল্টিাপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাসব্যপী খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এপ্রিল’২০২০ মাসে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড, সান্তাহার পৌরসভা, সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সর্বমোট ৫ হাজার ৩শ ২৭ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার আওতায় পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু এবং আধা কেজি করে ডাল বিতরন করা হয়েছে। সেই হিসেবে এপ্রিল মাসে এসব পরিবারের মধ্যে ২৬ হাজার ৬শ ৩৫ কেজি চাল, ৫ হাজার ৩শ ২৭ কেজি আলু এবং ২ হাজার ৬শ ৬৩ কেজি ৫শ গ্রাম ডাল বিতরন করা হয়েছে। এ ছাড়াও কিছু কিছু পরিবারকে নগদ অর্থ দেয়া হয়েছে।

খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ পৌরসভার ভবানীপুর গ্রামে ১ হাজার ১শ ৭১ পরিবার, চকরামপুর গ্রামে ৩শ ২৮ পরিবার, শেখপুরা গ্রামে ২শ ১৪টি পরিবার, রজাকপুর গ্রামে৫২৭ পরিবার, বোয়ালিয়া গ্রামে ১শ ৫১ পরিবার, পিরোজপুর গ্রামে ৫৬ পরিবার, সুলতানপুর মহল্লায় ১শ ৪৩ পরিবার, পার-নওগাঁ মহল্লায় ২শ ৪ পরিবার, খিদিরপুর মহল্লায় ৬৪ পরিবার, ছাতিয়ানকুড়ি মহল্লায় ২শ ১১ পরিবার, জগৎসিংহপুর মহল্লায় ১৬ পরিবার,  বোয়ালিয়া ইউনিয়নের ইকরকুড়ি গ্রামে ২শ ১১ পরিবার, এনায়েতপুর গ্রামে ১শ ৩০ পরিবার, ধামকুড়ি গ্রামে ৯৯ পরিবার, সাহাপুর গ্রামে ৩শ ৫৫ পরিবার ও দোগাছি গ্রামে ১শ ৪৭ পরিবার, চন্ডিপুর ইউনয়নের শিমুলিয়া গ্রামে ৫৪ পরিবার, ইলশাবাড়ি গ্রামে ৩৬ পরিবার, বলিরঘাট গ্রামে ১৮ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।

এ ছাড়াও এই মাসে অন্যান্যভাবে বিতরনের মধ্যে রয়েছে নওগাঁ কো-অপারেটিভ ফোরামের মাধ্যমে ৪শ ৫৯ পরিবার, জেলা সিএনজি মালিক সমিতির মাধ্যমে ১শ পরিবার, জেলা অটো টেম্পু শ্রমিক সমিতির মাধ্যমে ১শ ৩৫ পরিবার, জাতীয় শ্রমিকলীগের মাধ্যমে ৪০ পরিবার, যুব মহিলালীগের মাধ্যমে ৩০ পরিবার, জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগের মাধ্যমে ৪১ পরিবার, রবিদাস উন্নয়ন পরিষদের মাধ্যমে ৩১ পরিবার, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চতুর্থ শ্রেনী ও লেবারদের মধ্যে ৯০ পরিবার, সান্তাহার পৌরসভা এলাকায় ৫৬ পরিবার এবং বিচ্ছিন্নভাবে আরও ৪শ ১০ পরিবারের মধ্যে এই সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও এলাকার ৬০টি পরিবারের প্রত্যেককে ২শ টাকা করে মোট ১২ হাজার টাকা বিতরন করা হয়েছে।

নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোস্ইাটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা জানিয়েছেন এই সহায়তা অব্যাহত থাকবে।

করোনা রোগীকে নওগাঁয় আটক করে বাড়ি পাঠালো পুলিশ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থেকে আসা করোনায় আক্রান্ত মোস্তাফিজুর রহমান (৩৫) নামে রোগীকে নওগাঁয় থেকে গ্রামের বাড়ি পাঠিয়েছে পুলিশ। আজ নওগাঁ শহরের লিটল ব্রিজ থেকে আটকের পর তার গ্রামের বাড়ি বিলপালশায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমান ওই গ্রামের ফজলুল হকের ছেলে। ঘটনায় নওগাঁ শহরে আতঙ্ক বিরাজ করছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, মোস্তাফিজুর কিছুদিন আগে ঢাকা থেকে আসেন। আসার পর তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করলেও করোনা সন্দেহে স্থানীয়রা স্বাস্থ্য বিভাগে জানান। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে রামেকে পাঠান। এমতাবস্তায় মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে তার স্ত্রীর সন্তান জন্ম দেন। সন্তানের নিউমোনিয়ায় আক্রান্ত হলে নওগাঁর শহরের একটি বে-সরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে ভর্তি করান বুধবার সকালে। ৯টার দিকে করোনার প্রতিবেদন পাওয়ার পর পুলিশসহ প্রশাসনিক ভাবে তার আক্রান্তদের খোঁজখবর নেওয়া শুরু হয়। তারপর তার অবস্থানের বিষয়টি জানতে পেরে পুলিশসহ সংশ্লিষ্ট উধ্বর্তন বিভাগে জানানো হয় তিনি নওগাঁয় অবস্থান করছে। 

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, সংবাদ পেয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে থানার ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসানের নেতৃত্বে দুপূরে শহরের লিটল ব্রিজ থেকে তাকে আটক করে পুলিশ। এরপর পিপিই পরিয়ে সরকারি এ্যাম্বুলেন্স যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 

নওগাঁ সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, মোস্তাফিজুরের তেমন কোন লক্ষণ নেই। করোনার প্রতিবেদন পাওয়ার পর দ্রুত নওগাঁ পুলিশকে জানানো হয়। বর্তমানের তাকে গ্রামের বাড়িতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তার সংস্পর্ষে কতো জন এসেছেন তাদেরও তথ্য নেওয়ার কাজ চলছে।


নওগাঁর আত্রাইয়ে একই পরিবারের তিন জন করোনায় আক্রান্ত

নওগাঁ (আত্রই) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৩জন। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: রোকসানা হ্যাপি বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের কাজের লোক সহ একই পরিবারের তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি জানান, গত কয়েক দিন আগে নীলফামারী থেকে ৩১জন ধান কাটা শ্রমিক আসার পর ওই বাড়ীর লোকদের মাঝে করোনার উপসর্গ দেখা দিলে ধানকাটা শ্রমিক ও বাড়ীর সদস্যসহ মোট ৩৭জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়ে দেওয়া হয়। ৪জনের রিপোর্ট আমরা হতে পেয়েছি তার মধ্যে ৩জন পজেটিভ ও ১জন নেগেটিভ। এছাড়া বাঁকি শ্রমিকেদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। সেই সাথে তাৎক্ষনিক শ্রমিকসহ বাড়ীর লোকদের হোমকোয়ারেন্ট নিশ্চিত করা হয়েছে।
 

নওগাঁয় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রাম এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি বাড়ির দেয়ালের সাথে ধাক্কালেগে ঘটনা স্থলেয় শামিম ৩৬ নামক এক যুবক মারাগেছেন সে পেষায় সিএনজি চালক। তার সাথে থাকা বন্ধু মোহাম্মদ জুয়েলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শামিম উকিলপাড়া সাইদুল রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।

নওগাঁয় ২৪ ঘন্টায় আরো ১৬ জনের করোনা পজেটিভ সনাক্ত

নওগাঁ অফিস: নওগাঁয় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬ জনের নমুনায় করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে নওগাঁ জেলায় মোট আক্রান্ত ১৭ জন। আজ বুধবার সকালে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর ই মোরশেদ। 

আক্রান্তরা হলো, নওগাঁর রানীনগরে আক্রান্ত নার্সের স্বামী সন্তানসহসহ একই পরিবারের পাঁচ জন। সাপাহার উপজেলায় তিন জন, মহাদেবপুর উপজেলায় দুই জন, পোরশা উপজেলায় এক জন, মান্দা উপজেলায় দুই জন, এবং আত্রাই উপজেলায় তিন জন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোরশেদ জানান, নওগাঁয় প্রথমে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র নার্সের শরীরে গত ২৪ এপ্রিল প্রথম করোনা পজেটিভ সনাক্ত হয়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। পরীক্ষায় ওইসবের মধ্য ৫ জনের মনুনা করোনা পজেটিভ বলে জানিয়েছে আইডিসিআর। এরপর পুরো পরিবারটি লকডাউনে রাখা হয়েছে। এছাড়া করোনা পজেটিভ সনাক্ত প্রত্যেক রোগীর পরিবারকে লকডাউন করা হয়েছে।

নওগাঁ থেকে এখন পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে। এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে। হোম কোরাইয়েনটেনে আছে ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোরাইনটেনে আছে ৩৭ জন।

কৃষকের পাকা ধান ঘরে তুলতে নওগাঁয় জেলা প্রশাসনের বিভিন্ন উদ্দ্যোগ

নওগাঁ প্রতিনিধি: খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ। দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সোনালী রঙে ভরা মাঠ। চলতি ইরি-বোরো মৌসুমে জেলায় ১লক্ষ ৮০হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ১ লাক্ষ ৮২ হাজার ৪৫০ হেক্ট ইরো-বোরো ধান আবাদ হয়েছে। বড় ধরনের  প্রাকৃতিক দুর্যোগ এখনো হানা না দেয়ায় ধানের বাম্পার ফলনের আশা করেছেন স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকরা। ইতি মধ্যে জেলার বিভিন্ন স্থানে শুরু হয়েছে বোরো ধান কাটা-মাড়াই। তবে প্রাণঘাতি  করোনা ভাইরাসের কারনে কৃষকরা কিছুটা শ্রমিক সংকটের দুশ্চচিন্তায় পড়ে। তবে সেই সংকট কাটাতে ও পাকা ধান কৃষকের ঘরে তুলে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ জানান, খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁয় শুরু হচ্ছে বোরো ধান কাটা-মাড়াই। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে ধান কাটা শ্রমিক। গন্তব্যে পৌছার পর দেশের প্রানঘাতি করোনা ভাইরাসে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। থাকার জন্য খুলে দেয়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তারা যেন স্বাস্থ্য বিধি মেনে ধান কাটে সেজন্য তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।

একই সাথে স্থানীয় যেসব শ্রমিক আছে, যুব সমাজ ও বিভিন্ন শ্রেনীর মানুষকে কাজে লাগানো হবে ধান কাটা কাজে। এছাড়াও প্রধানমন্ত্রীর কৃষি প্রনোদনার আওতায় জেলায় ৬৫টি হারভেষ্টার মেশিন নিয়ে আসা হয়েছে। এসব মেশিন ১ঘন্টায় ৩বিঘা জমির ধান কাটতে পারবে। তাই এসব মেশিন কৃষকের ধান কাটা কাজে লাগানো হবে। যাতে কৃষক সুষ্ঠভাবে পাকা ধান ঘরে তুলতে পারে।

তিনি আরও বলেন, খাদ্যমন্ত্রী একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তিনি জেলার ৯৯টি ইউনিয়নে ধানকাটা শ্রমিকদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য ১৮০টি থার্মাল স্ক্যানার দিয়েছেন। এবং এসব থার্মাল স্ক্যানার দিয়ে কৃষক পর্যায়ে যারা শ্রমিক হিসাবে কাজ করছে তাদের শরীরের তাপমাত্রা মাপার সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে কারো শরীরে  তাপমাত্র বেশি থাকলে তাকে চিহ্নত করে ব্যবস্থা নিতে পারছি। এটি খাদ্যমন্ত্রীর একটি ভালো উদ্যোগ বলে জানান তিনি। আজ মঙ্গলবার সদর উপজেলার বলিহার ইউনিয়নের কিসমত কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন জেলা থেকে ধান কাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ও থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা শেষে এসব কথা জানানা তিনি। শ্রমিকদের চিড়া, মুড়ি ও গুড়সহ শুকনো খাবার দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁয় ৭৩ জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধান মন্ত্রীর সাড়ে ৩৬ লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৭৩জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৬ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম।

আজ সোমবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম এর সভাপতিত্বে জেলা প্রশাসক হারুন অর রশীদ, এনএসআই এর যুগ্ম পরিচালক জহির উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধান অতিথি জেলার ৭৩ জন আত্নসমর্পণকারী চরমপন্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ লাখ ৫০ হাজার নগদ আর্থিক অনুদান বিতরণ করেন।

প্রধান অতিথি এ সময় বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। আশপাশের কারো খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানান প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবো। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্বীকৃতি দিয়েছেন। তিনি আপনাদের দায়িত্ব নিয়েছেন বলেই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছেন।

চরমপন্থীদের মাঝে রাণীনগর উপজেলার তেবাড়ীয়া গ্রামের আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিয়ে পাবনায় স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা এই চরমপন্থী পথ থেকে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি।

২০১৯ সালে ৯ এপ্রিল পাবনায় চরমপন্থী থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট উত্তরাঞ্চলের ৫শ’ ১২ জন চরমপন্থী আতœসমর্পণ করেন। সরকার তখন তাদের প্রত্যেককে এক লাখ টাকা এককালীন সহায়তা প্রদান করেন।

নওগাঁয় সাংবাদিকদের ইফতার সামগ্রি দিলেন জেলা প্রশাসন

প্রতিনিধি নওগাঁ:  নওগাঁয় সাংবাদিকদের ইফতার সামগ্রি দিয়েছেন জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। রোববার সকালে জেলা প্রশাসকের বাংলোতে প্রায় ৮০ জন সাংবাদিককে ইফতার সামগ্রি দেয়া হয়েছে। উপকরণ গুলোর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবন, সেমাই, দুধ, চিনি, মুড়ি, ছোলা, খেজুর এবং সাবান।

প্রতিবছর জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউজ মিলনায়তনে সুধিজনদের নিয়ে জেলা প্রশাসকের ইফতারের আয়োজন করা হতো। কিন্তু এ বছর রোজা রমজান মাস করোনা ভাইরাসের মধ্যে পড়েছে। যে কারণে সুবিধজনদের নিয়ে জনসমাগম করা সম্ভব হচ্ছে না। সামাজিক দুরুত্ব বজায় রাখতে এবছর ভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে। 

নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ বলেন, প্রতি বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়ে থাকে। এ বছর করোন ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে ব্যতিক্রম আয়োজন করা হয়েছে। রমজান উপলক্ষে শুভেচ্ছা স্বরুপ সাংবাদিকের ইফতার সামগ্রি দেয়া হয়েছে। আশা করছি- তারা স্বাচ্ছন্দে উপহারটি গ্রহন করেছেন।

নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমাণ আদালতে ১৩৪ জনের কাছ থেকে ৫৯ হাজার টাকা আদায়

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতে ১৩৪ জনের কাছ থেকে ৫৯ হাজার ৫শত ৩০টাকা আদায় করা হয়েছে। উপজেলার আটটি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে,মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে গত ১৫ এপ্রিল নওগাঁ জেলা কে লকডাউন ঘোষনা করা হয়েছে। সেই থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহীন মিয়া নেতৃত্বে ধামইরহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। রবিবার দুপুর পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩৪ জন ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৫৯ হাজার ৫শত ৩০ টাকা জরিমানা আদায় করেন। এসব জরিমানা মোটর সাইকেল আরোহী এবং বিভিন্ন ধরণের দোকানদারের নিকট থেকে আদায় করা হয়। মোটর সাইকেলে একের অধিক আরোহী,ইটভাটা এবং বিভিন্ন ধরণের দোকানে সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে এ জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহীন মিয়া বলেন,করোনা ভাইরাস থেকে জাতিকে রক্ষার জন্য সকাল থেকে রাত পর্যন্ত মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে এবং অযথা ঘর থেকে বের না হয় সে ব্যাপারে সচেতন করা হচ্ছে। পাশাপাশি যারা আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্টিফিকেট পেশকার মো.মেহেদী হাসান ও পুলিশ সদস্যবৃন্দ।

নওগাঁর সাপাহারে নেশা জাতীয় ঔষধ বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে নেশা জাতীয় ঔষধ বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত হাজী মেডিক্যাল হল নামে একটি ফার্মেসী মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট  কল্যাণ চৌধুরী। গত শনিবার সন্ধ্যায় উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজারে অবস্থিত হাজী মেডিকেল হল এর  মালিক ও রসুলপুর  গ্রামের গোলাম মর্তুজার ছেলে সিয়াম হোসেন (২৭) কে অবৈধ নেশা জাতীয় ঔষধ বিক্রিয় সময় স্থানীয় লোকজন হাতে নাতে আটক করে।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনাস্থলে উপস্থিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী ভ্রাম্যমান আদালতে ওই ঔষধ ব্যবসায়ীর ৫০হাজার টাকা জরিমানা করেন । এছাড়াও উপজেলা ঔষধ ব্যবসায়ি সমিতি ওই ঔষধের দোকান ১ মাস বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য যে প্রায় সপ্তাহ খানেক পুর্বে একই অভিযোগে স্থানীয় ভাবে ওই দোকান মালিকের ৫ হাজার টাকা জরিমানা ও তার দোকান বন্ধ করে দেয়া হয়েছিল।

নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন সম্পন্ন করতে পিপিই দিলেন বকুল বালিকার দল

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এই শ্লোগানকে সামনে রেখে প্রানঘাতি এই করোনা ভাইরাসে যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তিদের দাফন কাফনের মতো মহৎ কাজ করছে তাদের সুরক্ষা র কথা চিন্তা করে বকুল বালিকারা করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন কাফন সম্পন্ন করতে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসারকে ১৫টি উন্নত মানের পিপিই তুলে দিলেন নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রক্তন ছাত্রী ফোরাম  বকুল বালিকার দল। রবিবার সকালে প্রাক্তন ছাত্রী ফোরামের সাধারণ সম্পাদক নাফিসা নূর সাথীর সার্বিক দিক নিদেশনায় প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক ও কেয়া  নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্ল্যা আল মামুনের নিকট এসব পিপিই তুলে দেন। উল্লেখ্য করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র দেড় শকাধিক মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে বস্তায় ভরে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ফোরাম বকুল বালিকার দল।

নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে রাহা চৌধুরী(১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে জেলা শহরে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যান। সে শহরের ঘোষপাড়া মহল্লার রান্টু চৌধুরীর মেয়ে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওই কিশোরী নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করতো এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী। বিগত সাত দিন যাবত মেয়েটি অসুস্থ ছিলো। শ্বাসকষ্ট এবং জ্বর বেড়ে যাওয়ায় শুক্রবার রাতে মেয়েটি আরো বেশি অসুস্থ হয়ে পরায় তাৎক্ষণিক তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় মারা যায় ওই কিশোরী।

নওগাঁ সিভিল সার্জন ডাঃ আখতারুজ্জামান আলাল বলেন, ওই কিশোরী সাতদিন যাবত জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভূগছিলো। তার অসুস্থতা বৃদ্ধি হওয়ায় শুক্রবার রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মেয়েটি মারা যায়। বিষয়টি জানার পর শনিবার সকাল ৬ টায় তার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরে পাঠানো হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। ওই পরিবারের সকলকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নওগাঁয় মাদক ব্যবসা ছাড়ায় ৫৫ পরিবারে এসপির খাদ্য সহায়তা প্রদান

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মাদক ব্যবসা ও চোরাচালান ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। শনিবার সকালে নিজ উদ্যোগে পুলিশ সুপার বাড়ি-বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীগুলো পৌছে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক, সদর মডেল থানা অফিসার ইনচার্জ সোরওয়ার্দি হোসেন, ওসি (তদন্ত) ফয়সাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত পুলিশ সুপার মুহা. রাশিদুল হক জানান, গেল ৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি’র কাছে আতœ সমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে নওগাঁর ৫৬ জন শীর্ষ মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তারা ইয়াবা, ফেন্সিডিলসহ অন্যান্য মরন নেশাদ্রব্য চোরাচালান ও বিক্রির সাথে জড়িত ছিলো। ২০২০ সালের শুরুতেই জেলা জুড়ে পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযানে নামলে স্বাভাবিক জীবনে ফিরে আসার আবেদন করে মাদক ব্যবসায়ীরা। তাদের প্রতিশ্রুতি মোতাবেক জেলা পুলিশ আতœসমর্পনের প্রক্রিয়া সম্পন্ন করে। 

আলোর পথে ফিরে আসার পর তাদেরকে প্রতিনিয়ত নজরদারীতে রাখা হয়েছে। জীবনে ফেরাদের মধ্যে ১ জন ছাড়া বাঁকি প্রত্যেকেই কৃষি কাজ, গরু ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসাসহ বিভিন্ন বৈধ আয় রোজগার করে স্বাভাবিক জীবন যাপন করছেন।  

কিন্তু হঠাৎই করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে তাদের অনেকেই বাড়িতে কর্মহীন হয়ে বসে আছেন। তাই পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া নিজ উদ্যোগে পরিবারগুলোকে চাল, ডাল, ভোজ্য তেলসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী প্রদান করেন।  

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বলেন, করোনা মোকাবেলা করতে গিয়ে অনেক মানুষ অসহায় হয়ে পরেছেন। তাই  জেলার ১১ টি উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দরিদ্র মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্বাভাবিক জীবনে ফেরা ব্যাক্তির পরিবারকেও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

মাদক ছেড়ে সুস্থ্ ও স্বাভাবিক জীবনে ফিরে আসলে যে কাউকে পুলিশ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন এসপি।

নওগাঁয় এডাবের উদ্যোগে ২০০জন এনজিও কর্মচারীদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান ও লিফলেট বিতরন

নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁয় এডাবের উদ্যোগে ২০০জন এনজিও কর্মচারীদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান ও লিফলেট বিতরন করা হয়েছে। শনিবার সকালে শহরের কেডির মোড়জননীর কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার। এসময় অন্যান্যের মধ্যে জেলা এডাবের সভাপতি আশরাফুন নাহার সীমা ও সাধারন সম্পাদক আকরামুল ইসলাম, সহ-সভাপতি এস, এম শহীদুল আলম, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান, অগ্রযাত্রার রাজিয়া সুলতানা, এটিএন বাংলার সাংবাদিক রায়হান আলম, প্রজন্মের আলোর নির্বাহী পরিচালক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী প্রমুখ এনজিও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পরে এনজিও কর্মচারীদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান ও লিফলেট বিতরন করা হয়।

নওগাঁয় করোনা আক্রান্ত নার্সের সংস্পর্শে আসা স্বামী, সন্তান, অন্য চিকিৎসক সেবিকা ও হাসপাতালের কর্মকর্তাকমচারীসহ মোট ৪১ জনের নমুনা সংগ্রহ:  ত্রান বিতরন অব্যাহত

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র রানীনগর হাসপাতালের যে সেবিকা করোনা আক্রান্ত হয়েছে তাঁর স্বামী, ঐ হাসপাতালের চিকিৎসক, অন্য সেবিকা, কর্মচারীসহ তাঁর সংস্পর্শে আসা মোট ৪১ জনকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। পরে এই ৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। করোনা আক্রান্ত সেবিকা রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী বাসভবনে অবস্থান করে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

এদিকে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট কর্মহীন পরিবারগুলোর মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনসমুুহ ত্রান কার্যক্রম অব্যাহত রেখেছে।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ জানিয়েছেন কর্মহন এসব পরিবারের সহায়তায় এ পর্যন্ত ১ হাজার ৫শ ৯১ মেট্রিক টন চাল এবং ৭৪ রলক্ষ ৩৫ হাজার নগদ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দের মধ্যে শনিবার পর্যন্ত ১ লক্ষ ৫৫ হাজার ৮শ পরিবারের মধ্যে ১ হাজার ৫শ ৫৭৮ মেট্রিক টন চাল এবং নগদ ৭৩ লক্ষ ৫৮ হাজার ৫শ টাকা বিতরন করা হয়েছেন। বর্তমানে জেলা প্রশাসকের তহবিলে ৩৩ মেট্রিক টন চাল এবং ৭৬ হাজার ৫শ টাকা মজুদ রয়েছে।

অপরদিকে নওগাঁ’র অন্যতম সমবায় প্রতিষ্ঠান নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি প্রায় ৬ হ্জাারেরও বেশী পরিবারের মধ্যে চাল, আলু, ছোলা ইত্যাদি বিতরন করেছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে ৮দিন পর পর নিয়মিত খাদ্য সরবরাহ কর্মসূচী অব্যাহত রয়েছে।

এদিকে নওগাঁ সিভিলসার্জন অফিসের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায়র ৫টি উপজেলায় মোট ৭৩ জনকে নতুন করে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে। এই সময়ে হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৯ জন।

শুরু থেকে এ পর্যন্ত মোট হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে ৪ হাজার ৭১ জনকে এবং হোম কোয়ারেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৯৫ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ৯৮৬ জন।

সূত্রমতে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৫১৮ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছে। এদে;ও মধ্যে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ২৪২ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। ফলাফলপ্রাপ্তদের মধ্যে একজনের শরীরে কোভিড-১৯ এর জীবানু পাওয়া গেছে। বাঁকী সকলেই সুস্থ্য রয়েছেন।


নওগাঁর রাণীনগরে এক নার্স করোনায় আক্রান্ত

রাণীনগর, নওগাঁ: নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক নার্স দিপা আক্তার (২৫) নামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

করোনায় আক্রান্ত ওই নার্স রাণীনগর উপজেলার বাসিন্দা।

নওগাঁর সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওই নার্স গত কয়েক দিন থেকে জ্বর, সর্দি ও শ্বস কষ্টে ভুগছিলেন। এমতাবস্তায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে রামেকে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পজেটিভ রিপোর্ট হাতে পান। তিনি কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা প্রাথমিক ভাবে বিস্তারিত জানাতে পারেননি।

নওগাঁ জেলায় এই প্রথম কোন ব্যক্তির করোনার পজিটিভ এলো বলে সিভিল সার্জন নিশ্চিত করেছেন।


প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেওয়ায় কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গরিব কৃষকের পাশে দাঁড়িয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা কৃষকের ধান কেটে জমি থেকে বাড়ি পৌঁছে দিচ্ছে।
নওগাঁয় কৃষকের পাকা ধান কেটে বাড়িতে দিয়ে এলো ছাত্রলীগ

বুধবার সকাল ১১টা থেকে দিনভর নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের গুটার বিল এলাকায় ১ কৃষকের ১বিঘা  জমির পাকা ধান কেটে, আঁটি বেঁধে বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সহ-সভাপতি রোমান হাসান, রিয়াজ খান, রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, মেহেদী হাসান, একরামুল হক সজীব, সাংগঠনিক সম্পাদক স্পধন চৌধুরী, তানভীর আরেফিন শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ আসিফ ও উপ কৃষি বিষয়ক সম্পাদক বিশাল আহমেদ সহ সদর উপজেলা ছাত্রলীগ ও স্থানীয় শিকারপুর ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভীর ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০/৩৫ নেতাকর্মী ধান কাটার এ কাজে অংশ নেন। ধান কাটা শেষে নেতাকর্মীরা গুটার বিল এলাকায়  মাঠ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে কৃষক দেওয়ান আব্দুল মতিনের বাড়িতে পৌঁছে দেন।
কৃষক দেওয়ান আব্দুল মতিন জানান, শ্রমিক সঙ্কটের কারণে পাকা ধান কাটতে পারছিলেন না। জমিতে নষ্ট হচ্ছিল পাকা ধান। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে ধান কাটতে সাহায্য করেছে তা কখনো ভোলার নয়।

জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বলেন, ‘মানবিক কারণেই আমরা দরিদ্র কৃষকের ধান কেটে সহায়তা করেছি। যেসব দরিদ্র কৃষক জমির ধান কাটতে পারছে না তাদেরকে আমারা জমির ধান কাটাসহ বাড়িতে পৌঁছানোর কাজে সার্বিক সহযোগিতা করছি আগামীতে কেহ সহায়তা চাইলে আমার ঐ কৃষকের পাশে দাড়াবো।

নওগাঁর ধামইরহাটে ৬২ লক্ষ টাকা ভর্তূকিতে ৫ টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে ৫০ ভাগ ভর্তূকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় সামাজিক দুরত্ব বজায় রেখে ৪টি বড় ও ১টি ছোট কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন নওগাঁ-২ আসনের এমপি ও বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, ক্রেতা ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন প্রমুখ। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা জানান, কৃষি বিভাগের সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সাড়ে ২৯ লাখ টাকার বড় ৪টি কম্বাইন্ড হারভেস্টারে সরকার ১৪ লাখ টাকা হারে ভর্তূকিতে কৃষকের নিকট বিক্রয় করেছে, আর ছোট টি ১২ লাখ টাকা মুল্যের হলেও তা ভর্তূকিতে মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। ৫ টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণে সরকার ৬২ লক্ষ টাকা ভর্তূকি প্রদান করেছে।


নওগাঁয় বাম গনতান্ত্রিক জোটের মানববন্ধন

কাজী কামাল হোসেন, নওগাঁ : নওগাঁ জেলা বাম গনতান্ত্রিক জোটের সমন্বয়ক কমরেড মহসীন রেজা বলেছেন, বর্তমান সংকটকে জাতীয় সংকট হিসাবে ঘোষনা করে সর্বদলীয় পরামর্শ কমিটি গঠন করতে হবে। প্রতিটি উপজেলায় বিশেষায়িত ল্যাব স্থাপন ও চিকিৎসার জন্য অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার ঘোষিত ছুটি ও পরিবহনসহ সকল প্রকার দোকান, কল কারখানা, হোটেল, চাতাল বন্ধ রাখার কারণে শ্রমজীবী মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। খাদ্য ও আর্থিক সংকটে পড়ে পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছে। এজন্য কর্মহীন পরিবারগুলোকে রক্ষার জন্য বিনা মূল্যে খাদ্য সরবরাহ ও মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য পাড়ায় পাড়ায় আর্মির রেটে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
 
বুধবার (২২ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের ব্রীজের মোড়ে  করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবি পরিবারগুলোকে রক্ষায় বাম গনতান্ত্রিক জোটের ৮ দফা দাবিতে সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে নওগাঁ জেলা বাসদের আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, নওগাঁ জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, গণ সংহতি আন্দোলনের নওগাঁ জেলা সমন্বয়ক কমরেড মানিক মোহাম্মদ, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির নওগাঁ জেলা সভাপতি কমরেড প্রদ্যোৎ ফৌজদার ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নওগাঁ জেলা সাধারণ সম্পাদক কমরেড শমশের আলী মোল্লা, সিপিবি নেতা কমরেড আলীমুর রেজা রানা প্রমূখ বক্তব্য রাখেন।

সিপিবি'র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, চিকিৎসক, স্বাস্থকর্মীদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ, বোরো ধান কাটা ও মাড়াই'র সময় এক এলাকার শ্রমিক যেন অন্য এলাকায় যেতে পারে তার জন্য কার্যকরী উদ্যোগ গ্রহন, কৃষক তার উৎপাদিত ধান সরকারঘোষিত ১০৪০ টাকা মন দরে  বিক্রি করতে পারে তার কার্যকরী ব্যবস্থা, ত্রানের স্বপ্লতা, ত্রান বিতরণে অনিয়ম-দুর্নীতি ও দলীয় করণ বন্ধ করতে হবে।

নওগাঁয় কৃষকদের ন্যায্য দাম দিতে যুবলীগের সম্পাদক বিমানের সবজি বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ- করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ। অপরদিকে পরিবহন চলাচল না করায় সবজির বাজার নিন্মমুখী। ফলে কৃষকরা তাদের উৎপাদিত সবজির ন্যায্য দাম পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকদের সবজির ন্যায্য দাম দিতে এবং কর্মহীনদের সহযোগীতা করতে এগিয়ে নওগাঁ জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায়। তিনি নিজস্ব উদ্যোগে করোনায় অসহায়দের মাঝে শাকসবজি বিতরন করেছেন।  মঙ্গলবার বেলা ১১টায় শহরের তাজের মোড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রায় ২ হাজার পরিবারের মাঝে বেগুন, করলা, পুই শাক , লাউ, মিষ্টি লাউ এক কেজি করে, টমেটো ও কাঁচা মরিচ আধা কেজি করে এবং ডাটা (খুড়া) সহ শাকসবজি বিতরণ করেন।

শহরের চকরামপুর মহল্লার বাসিন্দা ফনি রায় বলেন, তাজ সিনেমা হলে টিকিট মাষ্টারের কাজ করেন। করনোর সাথে সিনেমা হল গুলোর দূর্দিন যাচ্ছে। গত ৬ দিন আগে সরকারি অনুদান পেয়েছিলাম, তা দিয়ে চলছে। আর সামান্য কিছু চাল আছে। ঘরে খাবার থাকলে কি এখানে এসে সবজির জন্য লাইনে দাঁড়াতাম।

কাঁঠালতলী মহল্লার গৃহবধু তানজিলা বলেন, ছেলে-মেয়ে সহ পরিবারের সদস্য সংখ্যা চারজন। স্বামী ওয়েল্ডিং মিস্ত্রী। একজনের আয়ে সংসার চলে। প্রায় এক মাস থেকে স্বামী কোন কাজ করতে না পারায় সংসারে টানাপোড়ন শুরু হয়েছে। সামান্য যে অনুদান পেয়েছিলাম প্রায় শেষ। খবর পেয়ে প্রায় দেড় কিলোমিটার হেঁটে এসেছি সবজি নেয়ার জন্য। সবজি পেলে কিছুটা সুবিধা হবে।

নওগাঁ জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় বলেন, করোনা ভাইরাসে শ্রমজীবীরা কর্মহীন হয়ে পড়েছে। ইতোমধ্যে শ্রমজীবীরা অনেক স্থান থেকে ত্রাণ পেয়েছেন। করোনায় কৃষক ভাইয়েরা তাদের সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম দিতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। শ্রমজীবী অসহায়দের বিনামুল্যে শাকসবজি দিয়ে সহযোগীতা করা হচ্ছে। শহরের দয়ালের মোড়, কালিতলা ও ডিগ্রী মোড়ে শাকসবজি দেয়া হবে। যে কেউ ইচ্ছে করলে শাক সবজি নিতে পারবেন। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতনত ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগ নেতা মানিক রায়, মাসুদ হোসেন ও শুশান্ত সরকার, জেলা ছাত্রলীগ নেতা শুভ ও উৎস প্রমুখ উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে শহরের বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার খেটে খাওয়া দিনমজুর অসহায় পরিবারকে চাল, ডাল, আলু, লবণসহ খাদ্য সামগ্রি বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget